আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ

“সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানকে সামনে রেখে সারদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপলক্ষে উপজেলাপ্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২মার্চ শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রাঙ্গণে র‍্যালি ও হলরুম কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালি শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি, আশরাফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), উপজেলা পরিষদ মোফাজ্জল হোসেন চৌধুরী, এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, প্রাণী সম্পদ কর্মকর্তা এ,টি,এম ফয়জুর রজ্জাক আকন্দ, ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো আব্দুল হামিদ আকন্দ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, আলহাজ্ব আবুল হাসেম প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীগণ।