ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচন ও সিরাজগঞ্জ সদর উপজেলার ০২টি ওয়ার্ড সদস্য পদে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।
শনিবার (৯ই মার্চ ২০২৪ইং) সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত ভাবে লড়ছেন ছয় প্রার্থী। এ নির্বাচনে জেলায় ৭ পৌরসভা, ৯ উপজেলা, ৮৩ ইউনিয়নের মোট ১১৯৬ জন মেয়র, চেয়ারম্যান ও মেম্বররা ইভিএম পদ্ধতিতে সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং নয় প্রার্থীর মধ্যে তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় পর ছয়জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও খোকশাবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৯টার থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটা গ্রহণ চলবে। গত ২২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।