ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো শুধুমাত্র অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে সিরাজগঞ্জ নির্বাচন কমিশন।

সোমবার (১৫ এপ্রিল ২০২৪) অনলাইন মনোনয়নপত্র দাখিল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জামানতের টাকা জমা শেষদিন। চার ধাপের এই নির্বাচনের প্রথম ধাপে ১৫২ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, ২৪ এপ্রিল তারিখে পথিক বরাদ্দ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় কতজন এখন পর্যন্ত জমা দিয়েছে তারা নির্দিষ্ট করে জানা যায়নি বিকাল ৪ টার পরে এটা জানা যাবে।