মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আজ বৃহস্পতিবার (০৯ মে) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বসুনিয়া।

চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, আমিনুল ইসলাম, কাজী আব্দুল গফুর, আতিকুর রহমান আতিক, আনোয়ারুল হক ও হাজ্জাজুল ইসলাম। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আমিরুল মোমেনিন মোমিন ও শফিকুর রায়হান নেতা। সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে সুলতানা নাসরিন ও রুকশানা বারী রুকু।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পার্বতীপুর উপজেলায় মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিনে ৩টি পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে আগামী ১২ মে, মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ০৫ জুন বুধবার।

উল্লেখ্য পার্বতীপুর উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫ হাজার ৩৫২ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৪০১ জন, নারী ভোটার ১ লক্ষ ৫১ হাজার ৯৪৯ জন এবং হিজড়া ভোটার ২ জন। মোট কেন্দ্র ১০১টি ও বুথ সংখ্যা ৮৭৯ টি।