ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর শালুয়াভিটা বহমুখী হাট পুনরায় চালুর দাবীতে উত্তাল সিরাজগঞ্জ কাজিপুর আঞ্চলিক মহাসড়ক।
সোমবার (৩ জুন) সকালে শালুয়াভিটা, চর শৈলাবাড়ী, টুকরা ছোনগাছা, চর ব্রাহ্মনগাতী সাটিকাবাড়ী, বানিয়াগাঁতী এলাকার শতশত নারী- পুরুষ, আবাল বৃদ্ধ বনিত, কৃষক শ্রমিক দিনমজুররা শালুয়াভিটা হাট সংলগ্ন সিরাজগঞ্জ কাজিপুর আঞ্চলিক সড়কে সমবেত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
এ সময় অনেকে তপ্ত সড়কের উপর শুয়ে পড়ে।
সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অবরোধ চলাকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনের গাড়ী আটকা পড়ে এবং অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে হাটের খালি জায়গায় নেমে অবস্থান নেয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।