মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের পার্বতীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বতীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বক্তব্য রাখেন, পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিন ও উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন। এ সময় উপস্থিত কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। এর আগে একটি র‌্যালি বের করা হয় এবং র‌্যালি শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। উক্ত মেলাটি ২৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।