মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় মৌসুমী ফলমুল খাওয়া উৎসবের আয়োজন করা হয়। পৌর মেয়র আমজাদ হোসেন এই ফল উৎসবের আয়োজন করে। আজ বুধবার (১০ জুলাই) বিকেলে পৌরসভা কার্যালয়ে আয়োজিত ফল উৎসবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চলতি ফল মৌসুমে আম, কাঁঠাল, আনারস সহ বিভিন্ন ফলমুল, খই, মুড়ি দই দিয়ে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়। পৌর মেয়র আমজাদ হোসেন নিজ হাতে অতিথিদের তা আপ্যায়ন করেন। মৌসুমী ফল উৎসবে মেয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, ‘সবাইকে নিয়ে একত্রিত হয়ে ফলমুল খাওয়ার মজাই আলাদা। এতে করে সবাই মিলে ফলমুল খাওয়াসহ আনন্দ উৎসবে মেতে ওঠা যায়। এজন্যে এই উৎসবের আয়োজন করেছি। তাছাড়া আমি সবাইকে সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে পৌরসভাকে একটি স্মার্ট পৌরসভায় রূপান্তরিত করতে চাই।’