রাজবাড়ী একাডেমির আয়োজনে বিশ্ব বই দিবস ২০২২ উপলক্ষে বই বিনিময়, কুইজ প্রতিযোগিতা, বই পড়ার অভিজ্ঞতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল দশটায় মেজবাহউল করিম রিন্টু সৃতি সাংস্কৃতিক কেন্দ্র ঘরছাড়া রাজবাড়ী বিশ্ব বই দিবস পালন করে।

বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে। শিক্ষার আলো, নীতি-নৈতিকতা-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য-সংস্কৃতিসহ সবকিছুই রয়েছে বইয়ের ভেতরে। একমাত্র বইয়ের মধ্যেই আছে সব ধরনের জ্ঞান। আজ বিশ্ব বই দিবসে উপস্থিত সবাই তাদের বই পড়ার অভিজ্ঞতা শীর্ষক আলোচনা করে।

বিশ্ব বই দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন রাজবাড়ী একাডেমির পক্ষ থেকে সিদ্দিকুর রহমান, আজিজা খানম,সালাম তাসির,ফারুক হোসেন, নেহাল আহমেদ,আবদুর জব্বার, গোলাম আলী,  গোলাম সারোয়ার সহ প্রমূখ।