সাব্বির হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি কাজে ব্যবহারিত একটি পিকআপসহ চারটি গরু উদ্ধার করা হয়। জানা যায়, এই চক্রের সদস্য বরুড়া উপজেলা সহ জেলার বিভিন্ন স্থানে চুরি কার্যক্রম পরিচালনা করে আসছে। অনেক দিন যাবত তারা এই কাজে লিপ্ত রয়েছে। আটককৃতরা হলেন- জামাল হোসেন (৩৫), নুরুল ইসলাম শাহিন (৩১), মোবারক হোসেন (৩৬), বাদল মিয়া (৫৬) ও ইয়াছিন (৪৪)। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন,১ মে উপজেলার জয়কামতা গ্রামের আব্দুল মালেকের গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরি হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে বরুড়া থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা, আদর্শ সদর উপজেলার দিদার মার্কেট ও চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যমতে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও চারটি গরু উদ্ধার করা হয়।