রাজবাড়ী ঃ

মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে। রাজবাড়ীর পুলিশ সুপার এম.এম. শাকিলুজ্জামান এর নির্দেশনায় ২২ মে রাত ১১টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই সনজীব জোয়াদ্দার, এসআই মোতালেব হোসেন, এএসআই শেখ রাজীব হোসনে, এএসআই মোঃ শরীফুল ইসলাম, এএসআই মোঃ আশরাফ আলী, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর নতুন মসজিদ এলাকায় মাদক কারবারী মিলন কসাই এর বাড়ী হতে আসামী মোঃ মিলন মোল্লা ওরফে মিলন কসাই (৫৩), পিতা-মৃত আক্কাস মোল্লা, বিনোদপুর নতুনপাড়া,  ০৫ (পাঁচ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং তার হেফাজত হতে ১৩টি পুরাতন বিভিন্ন মডেলের মোবাইল ফোনসহ সহ আটক করেন। উদ্ধারকৃত ৫(গ্রাম) হেরোইন এর অনুমান বাজার মুল্য পঞ্চাশ হাজার টাকা।

থানা সূত্রে জানা যায়, ধৃত আসামী মোঃ মিলন মোল্লা ওরফে মিলন কসাই এর বিরুদ্ধে মাদকদ্রব্যসহ ও অন্যান্য মামলাসহ জেলার বিভিন্ন থানায় প্রায় ১৭ টি মামলা রয়েছে।

এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।