রাজবাড়ীঃ

প্রেমা  খাতুন কে  সভাপতি এবং আল আমিন হোসেন আলিফ কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট  নার্সেস ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার ৩১   সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া কমিটিতে ৫  জনকে উপদেষ্টা করা হয়েছে।শনিবার সকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন কার্য নির্বাহী পরিষদের সভাপতি এ বি শক্তি ও বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন কার্যনির্বাহী পরিষদের মহাসচিব কুদরত ই-খুদা আসিফ  সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ কমিটিতে উপদেষ্টা পদ পেয়েছেন, মো: রিফাত মন্ডল, মোঃ রাহিম মোল্লা, মোঃ রাকিব খান, শেখ রাসেল ও সৈকত।

পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়েছেন সভাপতি প্রেমা খাতুন , সিনিয়র সহ-সভাপতি নুরজাহান খাতুন , সহ-সভাপতি দিবস মন্ডলসাধারণ সম্পাদক আল আমিন হোসেন আলিফ,সহ যুগ্ন সাধারণ সম্পাদক পাপিয়া বৈরাগী, সজিব মিয়া। সাংগঠনিক সম্পাদক বিল্লাল হাওলাদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মালা খাতুন, সহ যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ রকি প্রামানিক। দপ্তর সম্পাদক সুপতা কুন্ড, সহ দপ্তর সম্পাদক দিপ্তি পাল।

অর্থ সম্পাদক মিতু, সহ অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন,  ফারজানা লাইস। প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন। সাংস্কৃতিক সম্পাদক রাফিয়া খাতুন,সহ সাংস্কৃতিক সম্পাদক অন্ত রায়

তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক লিটু রায়, সহ তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক জয় রায় । শিক্ষা সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক শারমিন আক্তার। আবাসন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার, সহ আবাসন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মানিক মিয়া। স্বাস্থ্য ক্রীড়া ও বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম, সহ স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদ শুভ্রা আক্তার। আপায়ন সম্পাদক শান্ত মন্ডল, সহ আপায়ন সম্পাদক রবিউল ইসলাম। ধর্ম বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, সুব্রত বাড়ই,সীমা খাতুন। কার্যকরী সদস্য শান্তা ইসলাম, রিয়া খাতুন।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির সকল নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা মোঃ রিফাত মন্ডল জানন,  যারা পদ পেয়েছেন  বা যারা পদে আসে নাই সাবাই কে একসাথে মিলে আমাদের এই নার্সিং সেক্টরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

“শ্রেষ্ঠ নেতা সে-ই, যার অধীনে কোনওকিছু অর্জিত হলে তার সাথে জড়িত প্রতিটি মানুষই ভাবে যে তারা সবাই মিলে কাজটি করেছে”

নেতাদের কে বলব সঠিক নেতৃত্বের প্রভাবে একটি পরিবার, প্রতিষ্ঠান, দেশ এমনকি বিশ্বও বদলে যেতে পারে। পৃথিবীর ইতিহাস আসলে নেতৃত্বের ইতিহাস। একজন যোগ্য নেতা ও তাঁর নেতৃত্বের হাত ধরে একটি নতুন সভ্যতার জন্ম হতে পারে, শুরু হতে পারে নতুন যুগ।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা, রাহিম মোল্লা, নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন,
মানুষকে সেবা করার এক অন্যতম পেশা হচ্ছে নার্সিং। যাকে বলা হয়ে থাকে নোবেল প্রফেশন। নার্সরা তাাদের সেবার মাধ্যমে হাজার হাজার অসুস্থ রোগীকে সুস্থ করছেন যুগ যুগ ধরে। এতকিছুর পরও এ পেশাটি আজ অবহেলিত হচ্ছে। এসব অবহেলিত নার্সদের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবার অহব্বান জানাবো এবং সঠিক পরামর্শের মাধ্যমে উক্ত কমিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করব।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার, নবনির্বাচিত সভাপতি, প্রেমা খাতুন বলেন,,প্রথমে শুভেচ্ছা জ্ঞাপন করছি নার্স মাতা আমাদের জননেত্রী যার হাত ধরে আজ নার্সিং এর উন্নতি তিনি হচ্ছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা । আমি ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ বি শক্তি ও মহাসচিব কুদরত ই খোদা । এখানে আমি উল্লেখ করব কেন আমাদের কমিটি গঠন করা হয়েছে এবং আমরা কি কি কাজ করব সে বিষয়ে। প্রথমে আমাদের কমিটির মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্ট নার্সদের অধিকার আদায়ের চেষ্টা করব। রোগের সঠিক সেবা নিশ্চিত করব। হাতে হাত লাগিয়ে কিভাবে উন্নয়নমূলক কাজ করা যায় । স্টুডেন্ট নার্স সহ অন্য কোন পর্যায়ের জনগণ যেন হেনস্থার শিকার না হয় সেদিকে খেয়াল রাখবো।