রাজবাড়ীঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে যৌন হয়রানির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন জেলা মহিলা পরিষদ।

রোববার বিকেল ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা মহিলা পরিষদের সভাপতি পূর্ণিমা দত্ত। বক্তব্য দেন মহিলা পরিষদের সাবেক সভাপতি দেবাহতি চক্রবর্তী, উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি আজিজুল হাসান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন দাস, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখাদাস প্রমুখ। এতে মহিলা পরিষদসহ সমমনা সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি রাজশাহী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে প্রফেসর ড. নাজমা আফরোজের সঙ্গে যৌন হয়রানী করা হয়েছে। নারীকে প্রায়ই তার কর্মক্ষেত্রে হয়রানী করা হয়।এসময় নারীর ওপর হয়রানিমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ২১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক একই প্রতিষ্ঠানের শিক্ষক প্রফেসর ড. নাজমা আফরোজের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেন।