মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে কুরবানির চামড়া সংরক্ষনের জন্য সচেতনতামূলক অবহিতকরণ সভা ও লবণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসায় এ লবণ দেওয়া হয়।
১২ টি এতিমখানা ও মাদ্রাসার মুহতামিমদের মাঝে এক বস্তা করে লবণের বস্তা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ও ইউএনও ইকতেখারুল ইসলাম।
ইউএনও ইকতেখারুল ইসলাম মুহতামিমদের উদ্দেশ্যে বলেন, পবিত্র ঈদ-উল আযহায় কুরবানিকৃত রাষ্ট্রীয় সম্পদ “পশুর চামড়া” যথাযথভাবে সংরক্ষন করবেন। কেনোনা চামড়া সংরক্ষণ না করলে ক্রেতারা সিন্ডিকেটের মাধ্যমে এর যথাযথ মূল্য থেকে আপনাদের ঠকানো ছাড়াও চামড়া শিল্পের ধ্বংশ বয়ে আনতে পারেন। আর চামড়া শিল্পের ধ্বংশ মানে বাংলাদেশকে মাননীয় প্রধান মন্ত্রীর উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছানোর লক্ষে অন্তরায় হতে পারে।