মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে গিয়ে মহিলাসহ ২যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় এক সেনা সদস্যসহ ৪ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ জুলাই)ভোর পৌনে পাঁচটার দিকে বগুড়া-গাবতলী সড়কে বগুড়া শহরতলির ছাতিয়ানতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন:বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রাকান্দি গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (২৬) এবং একই উপজেলার পারতিপরল গ্রামের গাজিউর (৬০)রহমান।বগুড়া নারুলী পুলিশ ফাঁড়ির এসআই জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,পাঁচজন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি সারিয়াকান্দি থেকে বগুড়া শহরে যাচ্ছিল।ভোর পৌনে পাঁচটার দিকে সাবগ্রাম-ছাতিয়ানতলা নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে ওই সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হলে সিএনজি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নারীসহ এক বৃদ্ধের মৃত্যু হয়।পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় অটোরিকশা চালকসহ চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে।এসআই জামিনুর বলেন,মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় ট্রাকসহ চালককে ধরতে চেষ্টা চালানো হচ্ছে।