তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নব-গঠিত ৭৫ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার বিকেল সাড়ে তিন ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য তাহমীদ ইশাদ রিপনে সভাপতিত্বে ও নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল এবং সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা।

প্রধান আলোচকের বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংবাদিক আব্দুর রব, বড়লেখা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এ.কে.এম শফিউল আলম, ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ-উল প্রিন্স, সাংবাদিক সুলতান আহমদ খলিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ইমন, টিম ফর কোভিড ডেথের সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মস্তুফা উদ্দিন, একাত্তর সমাজকল্যাণ সংস্থা জুড়ীর কোষাধ্যক্ষ হাজী মো: মাসুক মিয়া।

এছাড়াও বক্তব্য দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন ও কার্যনির্বাহী সদস্য আজিম মাহমুদ প্রমুখ।

এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার ২০২৩,২৪ ও ২৫ (আংশিক) মেয়াদের ৭৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদনকৃত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ ও শপথ বাক্য পাঠ করান বড়লেখা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এ কে এম শফিউল আলম।

এর আগে তাহমীদ ইশাদ রিপনকে সভাপতি, আইনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও খালেদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে গত ৩ মে ৭৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন নিসচার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।