রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে গতকাল রোববার( ৯ জুন)  সকাল ১০টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. মোরশেদা খাতুন। এতে বক্তব্য দেন পুলিশ সুপার এম এম শাকিলজ্জামান, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেদায়েত হোসেন সোহরাব , রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু
প্রমূখ।
সভায় রেলওয়ের লোকোসেড এলাকায় মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ট্রেনের বগির সংখ্যা বাড়ানো, শহরের বিভিন্ন স্থানে যত্রতত্র পার্কিং না করা, নিত্যপণ্যেও দাম বাড়ানো সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করা, নিয়ম মেনে মোটরবাইকসহ বিভিন্ন যানবাহন চালানো প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রেলওয়ের লোকোসেড এলাকায় মাদক বিরোধী অভিযান জোরদার করা হবে। তবে সাধারণ মানুষকেও এবিষয়ে এগিয়ে আসতে হবে। সচেতন হতে হবে। বাড়ি বা অবকাঠামো তৈরির সময় নিয়ম মেনে পার্কিংকের ব্যবস্থা রাখতে হবে।
নাগরিক সমস্যা সমাধানে সবাই এগিয়ে আসলে সমাধান করা সহজ হবে।