মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির মুরইল এলাকায় দাঁড়ানো একটি ট্রাককে পেছন থেকে চলন্ত আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ ঘটনায় ৩জন নিহত এবং দুইজন আহত হয়েছেন।শনিবার (১৫ জুলাই) ভোরে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন,আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।তিনি জানান,শনিবার ভোরে মুরইল এলাকায় একটি মালবাহী ট্রাকের মেরামত কাজ চলছে এমন সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি চলন্ত ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে ধাক্কা দেয়া ট্রাকটির সামনের দুমরে-মূচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দু’জন নিহত হন।পরে পুলিশ এসে দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও ১জন মারা যান।ঢাকার কামরাঙ্গীচর উপজেলার জামান উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতেরা হলেন-ঢাকার কামরাঙ্গীচর উপজেলার গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪৮), নওগাঁর সাপাহার উপজেলার মাষ্টারপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও নওগাঁ সদরের দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা আরো জানান, দূর্ঘটনাকবলিত ট্রাকদুটি জব্দ করা হয়েছে এবং মরদেহ মর্গে রাখা হয়েছে।