মোঃ মাজেদুল ইসলাম বার্তা ১০ বগুড়াঃ
বগুড়ায় হাড় কাঁপানো শীতে জনজীবন স্থবির। আজ (২৪/১১/২১) বুধবার সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ও শীতের ছায়া নেমে এসেছে। সকাল থেকে প্রচন্ড কুয়াশার কারণে মানুষের চলাফেরা তে অনেক সমস্যা দেখা গিয়েছে। পথচারী মোঃ মেহেদী হাসান বার্তাকে জানান, এবছরের এই প্রথম আজকে এত কুয়াশা এবং ঠান্ডা। হঠাৎ করে কুয়াশা ও প্রচণ্ড শীতের কারণে বাইরের মানুষের আনাগোনা ছিল খুবই কম। বগুড়ার খান্দার কাঁচা বাজার এলাকায় সকালে গিয়ে দেখা যায় যে, প্রতিদিন সেখানকার কার্যক্রম সকাল সাতটা থেকে শুরু হয় কিন্তু প্রচন্ড শীত ও কুয়াশার কারণে আজকে তাদের সকল কার্যক্রম দশটা বেজে গেলেও সেই ভাবে চালু হয় নাই। তবে হঠাৎ করে প্রচণ্ড কুয়াশা ও শীতের কারণে সবার একটু সমস্যা হয়েছে।