আসছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সারা চলছে জল্পনা কল্পনা। কে হবেন আগামী পাঁচ বছরের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ দিন রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয়ের সচিব হুমায়ন কবীর খোন্দকার জানিয়েছেন, আগের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। ওইদিন এইচএসসি পরীক্ষা থাকায় নতুন তারিখ অনুযায়ী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের জন্য গত ১০ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি।

ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার বলেন, ‘এইচএসসি পরীক্ষার কারণে নির্বাচন কমিশন ঘোষিত ২৩ ডিসেম্বরের ভোটের তারিখ পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে ভোটগ্রহণ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।’

আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। ২৩ ডিসেম্বর সকালে ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকালে ভূগোল দ্বিতীয়পত্র ও বিকেলে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগের দিনও সকাল-বিকেল এ দুটি বিষয়ের প্রথমপত্রের পরীক্ষা রয়েছে