মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ

ঝিনাইগাতী উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন পোস্ট অফিস গুলার জরাজীর্ণ অবস্থা। এই সব পোস্ট অফিস গুলা সংস্কার করা জুরুরি বলে জানিয়েছে স্থানীয় সাধারণ মানুষ ।

ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের দুধনই গ্রামে আজ থেকে ২৫/৩০বছর আগে দুধনই গ্রামে পোষ্ট অফিস স্হাপিত হয়।ঐ সময় পোষ্ট অফিসে নিয়মিত দাপ্তরিক কাজ সকাল ৯ টা হতেই শুরু হতো ।মানুষ চিটি পোস্ট করতো।চাকুরীজীবিরা টাকা পাঠাতো । এক কথাই উৎসব মুখর আমেজে অফিস চলতো।দীর্ঘদিন পোস্ট অফিসের নির্ধারিত ঘর না থাকাই আনুমানিক ১০বছর দাপ্তরিক কোন কার্যক্রম চোখে পড়েনি।গত দুই বছর যাবৎ নির্ধারিত ঘর হওয়ার পরেও কোন কার্যক্রম নেই বল্লেই চলে।কোন আসবাবপত্র নেই।একজন পোস্ট মাষ্টার একজন রানার একজন পিওন নিয়মিত বেতন ভাতা নিলেও অফিসে দেখা মিলেনা।স্হানীয়রা জানান পোস্ট অফিসের ঘরটি ভেঙ্গে গরু আর ছাগলে ঘরে পরিনিত হয়েছে।একমাস যাবত ঘরের বেরা বেঙ্গে থুপরে পরে আছে।পোষ্ট অফিসের ঘরটি দেখবাল করার কেহ নাই।এলাকা বাসির দাবি ঘরটি মেরামত করে দাপ্তরিক কাজ চালু কারার।