বঙ্গবন্ধুর সোনার দেশ,খুধা মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের গরীব কৃষকদের মাঝে ৪০০০ সাইলো বিতরণ করেন রাজবাড়ী সদর উপজেলা খাদ্য অধিদপ্তর।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ০১/১১/২০২১ তারিখে রাজবাড়ী সদর উপজেলা ১৪ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিব বরাবর নোটিশ দিয়েছেন সদর উপজেলা খাদ্য অধিদপ্তর। লিখিত ভাবে জানিয়ে দেওয়া হয় নিদিষ্ট সময়ে পারিবারিক সাইলো উপকারভোগী কৃষক দের স্বশরীরে জাতীয় পরিচয় পত্র নিয়ে সদর উপজেলা গোডাউনে উপস্থিত হতে হবে। খাদ্য অধিদপ্তরের অফিস সূত্রে জানা যায় প্রতিটি ইউনিয়নের জন্য তারিখ করা হয়েছে।তারিখ অনুযায়ী প্রতিটি ইউনিয়ন এর মাঝে সাইলো বিতরণ। ২৮/১১/২১ আলিপুর ইউনিয়নে ২৯০ জনকে সাইলো বিতরণ। ২৯/১১/২১ বানিবহ ইউনিয়নে ২৮৬ জনকে সাইলো বিতরণ। ৩০/১১/২১ বরাট ইউনিয়নে ২৯১ জনকে সাইলো বিতরণ। ০২/১২/২১ বসন্তপুর ইউনিয়নে ৪১৭ জনকে সাইলো বিতরণ। ০৪/১২/২১ চন্দনী ইউনিয়নে ২৫৪ জনকে সাইলো বিতরণ। ০৫/১২/২১ দাদশি ইউনিয়নে ২৯০ জনকে সাইলো বিতরণ। ০৬/১২/২১ খানখানাপুর ইউনিয়নে ৩২০ জনকে সাইলো বিতরণ। ০৭/১২/২১ খানগঞ্জ ইউনিয়নে ১৮৯ জনকে সাইলো বিতরণ। ০৮/১২/২১ মিজানপুর ইউনিয়নে ৪৮৯ জনকে সাইলো বিতরণ। ০৯/১২/২১ মূলঘর ইউনিয়নে ২২০ জনকে সাইলো বিতরণ। ১১/১২/২১ পাচুরিয়া ইউনিয়নে ১৭৫ জনকে সাইলো বিতরণ। ১২/১২/২১ রামকান্তপুর ইউনিয়নে ২৭০ জনকে সাইলো বিতরণ। ১৩/১২/২১ শহীদওহাবপুর ইউনিয়নে ২৪৬ জনকে সাইলো বিতরণ। ১৪/১২/২১ সুলতানপুর ইউনিয়নে ২৬৩ জনকে সাইলো বিতরণ