রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী-ভাঙা রেলপথের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম সবুর আলী (৬২)। তিনি খানখানাপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। সবুরের বাবার নাম সোহরাব আলী।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে থানা সূত্রে জানা যায়, রাজবাড়ী রেলস্টেশন থেকে সকাল ৬টায় ‘রাজবাড়ী-ফরিদপুর এক্সপ্রেস’ নামে একটি ট্রেন ফরিদপুরের ভাঙার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি খানখানাপুর রেলস্টেশন পার হয়ে বাজার এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে করে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় কয়েকজন বলেন, সবুর আলী প্রতিদিন ভোরে মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষ করে তিনি হাঁটাহাঁটি করেন। এসময় ট্রেন পৌছালে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।
দুর্ঘটনায় বৃদ্ধ নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু। তিনি বলেন, লাশ উদ্ধার করে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে