আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যাবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাদুল্লাপুর সরকারি কে এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হয়।

এসময় পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহেদুল হক, নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাজমুজ্জামান সরকার, প্রিজাইডিং অফিসার হিসাবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর সরকারি কলের প্রভাষক মাহবুবজ্জামান খান।

নির্বাচনে ৯জন প্রার্থী অংশগ্রহণ করেন, মোট ৩৪০ জন ভোটার সংখ্যা এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন, সেক্রেটারী পদে ২জন ও ট্রেজারার পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

এব্যাপারে পরিদর্শক মোঃ জাহেদুল হক বলেন সুষ্ঠু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ভোটাররা তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচনে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিকেল ৪ ভোট গণনা শেষে উপস্থিত সকলের সামনে ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাজমুজ্জামান সরকার, চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ছাতা প্রতীক মোঃ রুহুল আমিন ১১৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল মোনায়েম চেয়ার প্রতীক ১১৫ ভোট ও মোঃ নওশীর হারুন পেয়েছেন ৭৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মোঃ খালেদ বিন আব্দুল আজিজ প্রধান আনারস প্রতীক ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সন্তোষ কুমার সাহা তালা চাবি প্রতীক ৮৫ ভোট পেয়েছেন। সেক্রেটারি পদে ২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মোঃ হারুন অর রশিদ মিয়া দেয়াল ঘড়ি প্রতীক ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ রোজিনা আক্তার বই প্রতীক ১০৫ ভোট পেয়েছেন। ট্রেজারার পদে ২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মোছাঃ জেসমিন আক্তার গরুর গাড়ী প্রতীক ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আঃ মান্নান মিয়া বৈদ্যুতিক বাতী ১৩৯ ভোট পেয়েছেন।