সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টারঃ

একাদশ শ্রেণিতে তৃতীয় ধাপে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে (৫ অক্টোবর) বৃহস্পতিবার। তিন ধাপের আবেদন প্রক্রিয়া শেষে চতুর্থ ও শেষ পর্যায়ে একাদশ শ্রেণির অনলাইন ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আন্ত: শিক্ষা বোর্ড কমিটি। জানা যায়, তিন ধাপে আবেদন শেষেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি। তাদের মধ্যে জিপিএ- ৫ রয়েছে ৬৬২ জনের। গত ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আগামীকাল (৮ অক্টোবর ) রবিবার একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। জানা গেছে, কুমিল্লা শহরের এমপিওভুক্ত কলেজে ভর্তি ফি ৩ হাজার থেকে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নন-এমপিও কিংবা আংশিক এমপিওভুক্ত কলেজে ৬ হাজার থেকে ৭ টাকা। কুমিল্লা শহরের বাইরের এমপিওভুক্ত কলেজে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। নন-এমপিওভুক্ত কলেজে ৬ হাজার থেকে ৯ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।