রাজবাড়ী জেলাঃ
রাজবাড়ী জেলা কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালে মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তির নাম সাঈদুর রহমান ওরফে জেলাল (৬২)। তিনি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ডাউকি গ্রামের বাসিন্দা। তার বাবার মোতালেব সরদার।
রাজবাড়ী জেলা কারাগার সূত্রে জানা যায়, সাঈদুর রহমান একটি এসিড মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। সাজা হওয়ার পর তিনি প্রথমে কাশিমপুর কারাগারে ছিলেন। ২০১৫ সালে রাজবাড়ী জেলা কারাগারে আসেন সাঈদুর। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। কারগারে তাকে চিকিৎসা দেওয়া হতো। ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সকাল সাড়ে ৬ টার দিকে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭ টার দিকে তিনি মারা যান।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আবদুল্লাহ আল মামুন বলেন, ওই ব্যক্তিকে সকাল সাড়ে ৬ টায় জেলা কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়ে ছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম বলেন, সাঈদুর রহমান জেলে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। একটি এসিড মামলায় তিনি সাজ্জাপ্রাপ্ত ছিলেন। বয়সের কারণে তিনি নানা অসুখ-বিসুখে আক্রান্ত ছিলেন। বিভিন্ন ধরণের ওষুধ সেবন করতেন। আজ সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় তিনি মারা যান।