সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ

কুমিল্লা বরুড়ার আগানগর ডিগ্রি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ মার্চ) বৃহস্পতিবার সকাল ১২ টায় কলেজ প্রাঙ্গনে আগানগর ডিগ্রি কলেজের উদ্যোগে এ অনুষ্ঠান মালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো: মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন কলেজের গভনিং বডির সদস্য মো: মোহন, কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এর আগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কলেজ মাঠে শুরু হয় পিঠা উৎসব। ৫টি স্টলে সাজানো-গোছানো হয় পাটিসাপটা, ভাপা পুলি, বিভিন্ন নকশি পিঠাসহ প্রায় ৬০ রকমের বাহারি পিঠার সমাহার। এতে প্রতিটি পিঠা স্টলে লক্ষ্য করা গেছে ক্রেতার উপচে পড়া ভীড়। আগানগর ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য স্কুল, কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ অতিথিবৃন্দ ছিলেন পিঠা স্টলের ক্রেতা। দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন বয়সের মানুষ বাংলা ঐতিহ্য লালিত হাতে তৈরি পিঠার স্বাদ গ্রহণ করেন। উৎসব সকাল থেকে বিকাল পর্যন্ত দেশাত্মবোধক গান, নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় পিঠা উৎসব।