আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে আউশ এবং পেঁয়াজের বিজ বিতরণ করা হয়েছে।

২৯ এপ্রিল সোমবার বিকেল ৪টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে আউশ এবং পেঁয়াজ এর সার ও বিজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবুল আলম বসুনিয়া, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুর রব সরকার সহ বিভিন্ন ইউনিয়নের ব্লকসমূহের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত কৃষক-কৃষাণীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম জানান উপজেলার ১১টি ইউনিয়নের দুই হাজারেরও অধিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে আউশ এবং পেঁয়াজ এর সার ও বিজ বিতরণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে বিতরণ কার্যক্রম শুরু করা হলো।