এনামুল হক,বিশেষ প্রতিনিধি :

যশোরের বেনাপোল স্থলবন্দরে ৪ ঘন্টা লোড-আনলোড বন্ধ থাকার পর পুনরায় কাজে যোগ দেন বন্দর হ্যান্ডলিং শ্রমিকরা।

হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সূত্রে জানা যায়,বেনাপোল বন্দর থানার পুটখালী ইউপি চেয়ারম্যান কর্তৃক বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-৮৯১) সাজেল নামে এক সর্দারকে মারপিটের অভিযোগে রোববার (১৩ মার্চ ) সকাল ৮ টা থেকে বেনাপোল বন্দরে লোড আনলোডসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেন হ্যান্ডলিং শ্রমিকরা। এ ঘটনায় বেনাপোল বন্দর থানার ওসি সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে দুপুর ১২টা থেকে পুনরায় কাজে যোগ দেন শ্রমিকরা।
বেনাপোল বন্দর থানার ওসি (তদন্ত) গোলাম রসুল জানান, সাজেলকে গফ্ফার চেয়ারম্যানের লোকজন মারপিট করায় বন্দরে হ্যান্ডলিং শ্রমিকরা কাজ বন্ধ করে রেখেছিলেন। এ ব্যাপারে শ্রমিকদের সঙ্গে ওসির আলোচনা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে এই আশ্বাসের পর শ্রমিকরা কাজে যোগ দেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।