মোঃ মিজানুর রহমান, বালিয়াকান্দি( রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ(৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে বীজ উৎপাদন ব্লক প্রদর্শনী এর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামে পেয়াজ বীজের মাঠ দিবসের আয়োজন করেন বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের এসএমই কৃষক মো. টিটো মৃধা ও আব্দুল মজিদ আলীর পেয়াজ বীজের মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন করা হয়।

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবাবপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শামছুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন সরদার সহ প্রমুখ।