শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে ছয়টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ ও সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন ও শতভাগ পদোন্নতির দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিনের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক, সাধারন সম্পাদক সিরাজুল হক সুজল, শরীয়তপুর জেলা শাখার বৈষম্য নিরসণে প্রাথমকিক শিক্ষক সমন্বয় পরিষদের সমন্বয়ক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র দত্ত, হারুন অর রশীদ, শেখ শহিদুল ইসলাম, বিএম লোকমান, ইউনুছ শেখ, মো. ফারুখ খন্দকার, ইউসুফ আলম ফয়সাল, আপেল মাহমুদ, ইব্রাহিম খলিল, কাজী নিলীম হোসেন, মাসুদ মাদবর, মিজানুর রহমান, শাকিলা রহমান, নুরুল হক সহ বিপুল সংখ্যক শিক্ষকবৃন্দ।