মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর পাংশায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ভোর রাতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়েনের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সরিষা ইউনিয়নের বহুলাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৪), আজাদ মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (১৯) ও আলী মন্ডলের ছেলে আলেফ মন্ডল (৫০)।

রাজবাড়ী পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাংশা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ওয়ান শুটার গান, ১টি দেশীয় তৈরি ১ নলা বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার জানান, যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সজলের নামে অস্ত্র ও ডাকাতি মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।