মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
বিবদমান জমিজমার জের ধরে প্রতিপক্ষের সংঘবদ্ধ দল হামলা চালিয়ে মারপিট, লুটপাট, ভাংচুর অর্থ লোপাট সহ ১১টি গরু-ছাগল লুট করে চাঞ্চল্যকর একটি ভুরিভোজের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় প্রভাবশালী পক্ষটি একাধিক মামলা দায়ের করায় ঘটনার শিকার নিরীহ অসহায় মানুষেরা গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার শেষ সীমানা ফতেজংপুর ইউপির তেলিপাড়া গ্রামে সোমবার সকালে।
জানা যায়, প্রতিপক্ষ শাহাবুল ইসলাম, শাহিনুর ইসলাম ও সাজ্জাদুল ইসলাম সমন্বয়ে একটি সংঘবদ্ধ দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের মেরাজুল হকের পটল ও আলু ক্ষেতে উপস্থিত হয়ে ক্ষেত তছনছ করে। এতে পটল ও আলু লুটপাট হয়ে যায়। জমির মালিক ও এলাকাবাসী বাধা দিতে গেলে সংঘর্ষটি ক্ষেত থেকে তেলিপাড়া গ্রামে ছড়িয়ে পড়ে। সেখানে শাহাবুল ইসলামের নেতৃত্বাধীন দলটি জমির মালিক মেরাজুল হকের বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটায়। এসময় দুর্বৃত্তের দলটি আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও ১১ টি গরু-ছাগল লুট করে নিয়ে যায়। রাতে লুট করা গরু-ছাগল জবাই করে মাংস ভাগাভাগি করে নেয় এবং বিশাল আকারের ভুরিভোজের আয়োজন করে। এ ব্যাপারে পক্ষে-বিপক্ষে মামলা পাল্টা মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিপক্ষ শাহাবুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ওসি তদন্ত এস, এম এহসান হাবিবের সাথে কথা হলে বলেন, মামলাগুলো আদালতে হয়েছে নথি। না দেখা পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।