ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়নে শিক্ষা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১০:৩০ ঘটিকায় সিরাজগঞ্জ শহরের কুটুমবাড়ী কটেজে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংস্থা (ওপিডি) আয়োজনে এবং এফডিসিও,ইউকে এইড এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় মােসাঃ সম্পা খাতুন, সফল ওপিডি সভাপতিত্ব মােঃ নাজমূল হােসাইন খান , এডিডি সঞ্চালনায় লিটন বারুরী, এডিডি উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোঃ হারুনর রশিদ, জেলা প্রাথমিক অফিসার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ মোল্লা এলজিইডি কর্মকর্তা, বিশ্বজিৎ কুমার সাহা সহকারি উপজেলা শিক্ষা অফিসার, মোঃ আব্দুল হাশেম প্রতিবন্ধী সেবা কর্মকর্তা, শেখ ফরিদ আহমেদ ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার, অনুষ্ঠানের শুরুতে মােস্তাক অহমেদ, এডিড়ি শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৫টি বিদ্যালয় নিয়ে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়নে কাজ চলো মান আছে। প্রতিবন্ধী শিশুরা যাতে বিদ্যালয় পাঠ দান করতে পারে এ বিষয়গুলোর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এসময় সিরাজগঞ্জ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন প্রতিবন্ধী সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।