এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

রাঙ্গামাটি জেলা ছাত্রদল সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও ঈদ পূর্ণমিলনী শুভেচ্ছা বিনিময় করেন (আলী আকবর সুমন)

সোমবার(৩১মার্চ)২৫ খ্রিঃ সকাল ১০ঃ ০০ ঘটিকার সময় হতে ৪নং ওয়াড কর্তৃক তবলছড়ি কোতোয়ালি থানা মাঠ’স্থ কেন্দ্রীয় ঈদগা ময়দানের সামনে
এই কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।
এ-সময় বিভিন্ন এলাকার নেতাকর্মী’রা এসে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।