ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ তাড়াশে মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল চালক নিহত হয়েছে।

সোমবার রাতে তাড়াশ উপজেলার ভাদাশ কাটাগাড়িগামী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল চালক তাড়াশ উপজেলার ভাদাশ গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে ইদ্রিস আলী (৪৫)।

এসময় তাড়াশ বিনসাড়া গ্রামের মোটরসাইকেল চালক মো. জোবায়ের গুরুতর আহত হলে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে অবস্থা অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করেন।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১২ টার দিকে তথ্যটি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, তাড়াশে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল চালক ইদ্রিস আলী নিহত হয়েছে ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তি আছে। এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।