রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামে সালমা (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সৌদি প্রবাসী আজাদের স্ত্রী সালমা এবং দুই সন্তানের জননী।
নিহতের চাচাতো ভাই রাকিব জানান, সকালে চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে গিয়ে ঘরের ভেতরে সালমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, “রাতে কে বা কারা সালমাকে মেরে রেখে গেছে। তার কোনো শত্রু ছিল না। সে সবার সঙ্গে হাসিমুখে কথা বলত। তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
এছাড়া, ঘটনার পর থেকে সালমার মোবাইল ফোন ও ঘরে রাখা প্রায় এক লাখ টাকা পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
রাজবাড়ী সদর থানার ওসি জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে তার গলায় ওড়না পেঁচানোর চিহ্ন পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত  চলছে।”