এনামুল হকঃ

সমগ্র বাংলার মানুষের বহু আশা-আকাঙ্খার প্রত্যাশিত “পদ্মা সেতু” শনিবার(২৫ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক এই ৬.১৫ কিলোমিটার (পানির উপরের অংশ) এবং দুই প্রান্তে বর্ধিত সড়ক সহ এর দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার সেতু’র উদ্বোধন ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১২ টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ফলক উন্মোচন করে সেতু’র উদ্বোধনী কাজ শুরু করেন,এরআগে সেখানে তিনি বিশাল জনসভায় ভাষণ দেন। এরপর প্রধানমন্ত্রী’র গাড়ীবহর সেতু প্রান্তে অবস্থিত টোল আদায় কেন্দ্রে টোল প্রদান করে সেতু’র উপর পাড়ী জমান। এবার আস্তে আস্তে প্রধানমন্ত্রী’র গাড়ী বহর শরিয়তপুরের জাজিরা প্রান্তের দ্বিতীয় ফলক উন্মোচন শেষে “পদ্মা সেতু”র উদ্বোধন কাজ শেষ করেন। পরে জাজিরা প্রান্তে অপর জনসভায় প্রধানমন্ত্রী তার শেষ ভাষণ উপস্থাপণ করেন। এ সকল জনসভায় প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটে।

এদিকে,“পদ্মা সেতু” উদ্বোধন ঘোষণার সাথে সাথে যশোর জেলার অন্তর্গত বেনাপোল পোর্টথানা পুলিশের পক্ষ থেকে এক বিশাল আনন্দ র‍্যালি সহ কেক কেটে আনন্দ উদযাপন করা হয়। এতে পুলিশ সহ এলাকার শত শত মানুষ ঐ র‍্যালি তে অংশ নেন। আনন্দে উদ্বেলিত হয়ে উৎসুক মানুষ রং এর হলি খেলায় মেতে ওঠে,তারা একে অপরের শরীরে রং মাখিয়ে দেয়,সম্পূর্ণ থানা এলাকা জুড়ে আনন্দ মেলায় পরিণত হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া’র নেতৃত্বে বিশাল ঐ র‍্যালি টি থানা এলাকা ছেড়ে বেনাপোল বন্দর হয়ে বেনাপোল বাজার এলাকা প্রদক্ষিণ করে।