রাজবাড়ীতে বিলুপ্ত প্রায় ১৫টি বিদেশী টিয়া পাখি ও একটি হনুমানের বাচ্চা উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। এসময় বন্যপ্রাণী পাচারকারী মো. সাইদুর রহমান মন্ডল(৩৬) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড় করিম ফ্লিলিং ষ্টেশন এলাকায় ঢাকা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী পরিবহন পূর্বাশা নামক বাস থেকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাইদুর রহমান চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন পুরান লক্ষ্মীপুর গ্রামের মো. জমির উদ্দিন মন্ডলের ছেলে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, বন্যপ্রাণী বিলুপ্ত ও পাচার প্রতিরোধে ‘বন্যপ্রাণী(সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২’ আইনে প্রয়োগ করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিলুপ্ত বন্যপ্রাণী রক্ষায় এবং অবৈধভাবে পাচারকৃত বন্যপ্রাণী উদ্ধারে সার্বক্ষনিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এই সংঘবদ্ধ চক্রকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করে।
উদ্ধারকৃত বিলুপ্ত প্রায় ১৫টি বিদেশী টিয়া ও একটি হনুমানের বাচ্চা রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুজ্জামানের নিকট হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।