মো: মাজেদুল ইসলাম

বেকার মানে বোঝা নয়,
পড়াশোনা করে তারা করেনি কোন অন্যয়।
চব্বিশ বছর সাধনা করে,
শিক্ষা নিয়েছে দেশের তরে।
শিক্ষা জীবন শেষ করে,
বেকারত্বের বোঝা কাঁধে নিয়ে।
বাবার থেকে টাকা এনে,
প্রতিদিন চাকরির আবেদন করে।
পায়ের চপল ক্ষয় করে,
ঘুরছে সদা চাকরির দ্বারে।
কেউবা আবার মামা খালুর জোরে,
ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলে।
বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে,
সমাজে চলতে পারে না মাথা উঁচু করে।
সমালোচনার ঔ তুমুল ঝরে,
চলে যায় অনেকে অন্ধকারে।
পারিনা কি আমরা সহানুভূতি দিয়ে,
ফিরাইতে তাদের আলোর দ্বারে।