অনেক শখ করে নাম রেখেছে রাজবাড়ীর রাজা ফ্রিজিয়ান জাতের র্ষাড়টির ওজন হবে প্রায় ৩০ মণ।পরে জানাযায় একই নামের আরও একটা র্ষাড় আছে। তাই নাম বদলে নতুন নাম রাখা হয় রাজবাড়ীর রাজা নাম্বার ওয়ান। কিন্তু র্ষাড়টি বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন এক দম্পতি। মালিক দম্পতির নাম মোকলেছুর রহমান ও মিতানুর।তারা রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের বাসিন্দা। সদর উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায় রাজবাড়ীর রাজা নাম্বার ওয়ান র্ষাড়টি সদর উপজেলার সবচেয়ে বড় গরু।সদর উপজেলায় প্রানীসম্পদ প্রদর্শনীতে বিচারকদের বিবেচনায় সবচেয়ে বড় গরু হিসেবে নির্বাচিত হয়।একারণে গরুর মালিকের পুরস্কৃত করা হয়। মিতানুর বলেন ঈদের আগে ঢাকার গাবতলিতে নেওয়ার পরে দাম হয় সারে তিনলাখ টাকা এজন্য র্ষাড়টিকে বাড়ি নিয়ে আসা হয়। বিক্রি না করতে পেরে ক্ষতি হয় প্রায় ৫০ হাজার টাকা। কারণ আনা নেওয়া নিজের খাবার, গরুর খাবার সহ আনুষঙ্গিক অন্যান্য খরচ। আমরা র্ষাড়টি বিক্রির জন্য অনলাইন অফলাইনে সবভাবেই চেষ্টা করছি কিন্তু প্রাকৃতিক দূর্যোগের কারণে সফল হয়নি।কারণ হচ্ছে করোনা মহামারী সংক্রান্ত দেওয়া লকডাউনে। যার কারণে আমরা বাজার ধরতে পারি নাই। এতে আমাদের অনেক বেশি ক্ষতি হয়েছে। যেহেতু আমাদের নিজের গরু সে কারণে আরও এক বছর গরুটি লালনপালন করতে হবে আরও আর্থিক ক্ষতি হবে।