বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২১-২২ এর আওতায় খরিফ-২ মাসকলাই আবাদ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশিক্ষণ কেন্দ্র চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এসব প্রণাদনা বিতরণ করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ- আল- মারুফ। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১শ’ ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি এবং ৫ কেজি মাসকলাই বীজ বিনামূল্যে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল কবীর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি, সাংবাদিক এম এ মান্নান আকন্দ প্রমুখ সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত চাষিরা।