মোঃ এনামুল হকঃ

বেনাপোল পৌর সভার দক্ষিন কাগজপুকুরে আর্সেনিক-আয়রন রিমুভাল (এ.আই.আর.পি) এর শুভ উদ্বোধন করেন বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন।

ঢাকা আহ্সানিয়া মিশনের বাস্তবায়নে ১,৭৫,০০০ টাকা ব্যয়ে এই প্রকল্পটি স্থাপন করা হয়।

বুধবার(২৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় বেনাপোল পৌর সভার আয়োজনে ঢাকা আহ্সানিয়া মিশন এর এই প্রকল্পটি উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা,বেনাপোল পৌর সভার প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু,ঢাকা আহ্সানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার মোঃইকবল হোসেন,জমিদাতা মোঃরাশেদুজ্জামান পলাশ এছাড়া অত্র এলাকার উপকার ভোগী পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা আহ্সানিয়া মিশন এর প্রজেক্ট ম্যানেজার মোঃইকবল হোসেন বলেন,আমরা আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপন করি দেশের বিভিন্ন এলাকায়।আজ তারই ধারাবাহিকতায় বেনাপোল পৌর সভার সহযোগীতায় আমরা অত্র পৌর সভার দক্ষিন কাগজপুকুরে একটি আর্সেনিক-আয়রন রিমুভাল প্লান্ট সুপেয় পানির শুভ উদ্বোধন করি।