তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন- টুটুলঃ

রাজশাহীর তানোর পৌরসভাস্থ্য (আমশ) গ্রামে নর্দান এগ্রো ফার্মের স্পিরুলিনা ফার্ম ও খাটো জাতের ভিয়েতনাম নারিকেল বাগান, ঔষধী গুণসম্পুর্ণ স্বেত চন্দন, সহ’ বনজ ও ভেষজ উদ্ভিদের বাগান পরিদর্শন করেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের গবেষণা পরামর্শক হাসান সাবিত।

জানা গেছে আজ- ১৬ মে (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টার দিকে বরেন্দ্র অঞ্চলে পানিসম্পদের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে গবেষণার কাজে তানোরে আশেন পানি সম্পদ মন্ত্রনালয়ের গবেষণা পরামর্শক হাসান সাবিত।

তিনি তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তানোর আব্দুল করিম সরকার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, রাকিবুল সরকার (পাপুল) এর নর্দান এগ্রো ফার্মের স্পিরুলিনা ফার্ম ও খাটো জাতের ভিয়েতনাম নারিকেল বাগান, ঔষধী গুণসম্পুর্ণ স্বেত-চন্দন সহ, বনজ ও ভেষজ উদ্ভিদের বাগান পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন; বিশিষ্ট কৃষিবিদ, স্বর্ণপদক প্রাপ্ত ধান গবেষক: নূর মোহাম্মদ

তিনি রৌদ্র তপ্ত খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে বহুমূখী পুষ্টি গুণ সম্বৃদ্ধ সামুদ্রিক শৈবাল চাষের জন্য এবং বহুমূখী বনজ ফলজ ও ভেষজ উদ্ভিদ চাষের জন্যে প্রভাষক রাকিবুল সরকার-পাপুল কে একজন কৃষি পাগল, উদ্ভিদ প্রেমি মানুষ বলে অভিহীত করে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রভাষক রাকিবুল সরকার-পাপুল: নিকট আত্মীয় সজন ও হিতাকাঙ্ক্ষীদের নিকট দোয়া- আর্শীবাদ প্রার্থনা করে বলেন; সকলে আমার জন্য দোয়া-আর্শিবাদ করবেন মহান আল্লাহ যেন আমার সহায় হউন পৃথিবীর বুকে সুস্থতা দান করেন, হালাল রুজির দরজা সমূহ উন্মুক্ত করে দেন আর তার বিশেষ অনুগ্রহ প্রাপ্ত অল্প কিছু পরম সৌভাগ্য বান শোকর গুজরী বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন- আমিন!