আবদুর রহমান, কুমিল্লা ঃ

জেলা ডিবি ৫২ কেজি গাঁজা, ১০০ বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ডভ্যান গাড়ীসহ ২ মাদক কারবারি গ্রেফতার করেছে।

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি টিম সদর দক্ষিণ থানাধীন গোপালনগর বিশ্বরোডস্থ চট্টগ্রাম-টু-ঢাকাগামী মহাসড়কের যাত্রী ছাউনির সামনে বিভিন্ন যানবাহন তল্লাশী করতে থাকে। তল্লাশী করাকালীন সময়ে ঢাকা-মেট্রো-ট-২৪-৭০৪৬ রেজিঃ নাম্বারের একটি কাভার্ডভ্যান গাড়ী আসতে দেখে গাড়ীটি থামানোর সংকেত দিলে, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীটি থামিয়ে চালক সহ গাড়ীর ভিতরে থাকা তার সহযোগী পালানোর চেষ্টা কালে গাড়ীর চালক মোঃ শাহাদাত মুন্সি (২৭) ও তার সহযোগী মোঃ ওয়াসিম (৩০) দ্বয়কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে কাভার্ডভ্যান গাড়ীটি তল্লাশী করে পিছনের বডির ভিতর থেকে ৫২ (বায়ান্ন) কেজি গাঁজা ও ১০০ (একশত) বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং মোঃ শাহাদাত মুন্সি (২৭), পিতা- জহুরুল হক, গ্রাম- বলাখাল (মুন্সি বাড়ী), থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর, মোঃ ওয়াসিম (৩০), পিতা- মৃত চারু মিয়া, গ্রাম-ভাটপাড়া, থানা- সদর দক্ষিণ মডেল, জেলা- কুমিল্লা বলে জানা যায়। গ্রেফতারকৃতদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লেখিত মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকা যাচ্ছিল। এই সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে সদর দক্ষিণ থানায় এদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে সদর দক্ষিণ থানার মামলা নং- ১৫, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ)/১৪(গ)/৪১ রুজু করা হয়। এছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলাসহ ৬/৭ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। মাদক কারবারী, গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।