আহসান হাবীব নাহিদ, সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রভাতী প্রকল্প ডিডিএম অংশ হিসাবে দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর ও সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮মে বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় সাদুল্লাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর, মিজানুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খান বিপ্লব, পরিচালক এম আই এম ও প্রকল্প সমন্নয়ক প্রভাতী প্রকল্প ডিডিএম অংশ নিতাই চন্দ্র দে সরকার, উপ – প্রকল্প সমন্নয়ক প্রভাতী প্রকল্প ডিডিএম অংশ প্রবীর কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সাদুল্লাপুর ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা নারায়ন চন্দ্র বার্মা প্রমূখ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় দুর্যোগ বিষয়ক প্রাথমিক ধারণা প্রদান করেন যেমন দুর্যোগকালীন আপদ(Hazard) দুর্যোগ (Disaster) বিপদাপন্ন (Vulnerability) এক্সপোজার(Exposure) ঝুঁকি ব্যাবস্থাপনা কৌশল(Risk Reduction) ঝুঁকি গ্রহণযোগ্যতা (Risk acceptance) ঝুঁকি স্থানান্তর (Risk Transfer) সক্ষমতা (Capacity) সহনশীলতা (Resilience) সহ বিভিন্ন বিষয়ে ধারণা ও করনীয় বিষয়ে আলোচনা করা হয়।