রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবশে খাদ্য উৎপাদন করায় ৩০ মার্চ মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার দুই ব্যবসায়ীকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবশে খাদ্য উৎপাদন করায় কালুখালী উপজেলার গান্ধীমারা বাজারের পলাশ মিষ্টান্ন ভান্ডারকে সাত হাজার টাকা এবং আনন্দ দধি ভান্ডারকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান,  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় এসব জরিমানা করা হয়। তাদের অভিযান অব্যাহত থাকবে।