আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে যানযট নিরসনের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সেই সাথে নিয়ম না মানায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

৮ জুলাই বিকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ মাহবুব আলম, বনগ্রাম ইউ পি চেয়ারম্যান মোঃ ফজলুল কাইয়ুম হুদা, এএসআই মো: মোস্তাকিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উচ্ছেদ অভিযানে অবৈধ ভাবে রাস্তা দখল করে ব্যাবসা করায় তিন প্রতিষ্ঠান কে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে দু হাজার টাকা জরিমানা করা হয়। এতে শেখ দই ঘরকে একহাজার টাকা, শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়িকে ৫শত টাকা ও নাজমুল হকের পানের দোকানকে ৫শত টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের জানান, সাদুল্লাপুরকে যানযট মুক্ত করার লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এবং আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।