রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। ৩০শে আগস্ট বুধবার দুপুরে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি পালন উপলক্ষে দুপুরে শহরের আজাদী ময়দান এলাকায় দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলে নেতাকর্মীরা মুখে কালো কাপর বেঁধে ও কালো পতাকা প্রদর্শন করে বিক্ষোভ মিছিল হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বর হয়ে ইয়াছিন উচ্চ বিদ্যালয় এলাকায় দুই নম্বর রেলগেট এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি আজাদী ময়দানের আমতলায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী। এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। মিছিলে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।