রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ৩ অক্টোবর (মঙ্গলবার) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।
মানববন্ধনে সংগঠনের সভাপতি পূর্ণিমা দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা জাসদ সভাপতি স্বপন কুমার দাস, জেলা উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, সাবেক সভাপতি সুনীল কুমার বিশ্বাস, মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলী নাহার, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, কবি নেহাল মাহমুদ, ছাত্র ইউনিয়ন শহর শাখার সভাপতি উৎসব চক্রবর্তী প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র । এখানে সকল  মানুষের তার নিজের ধর্ম পালনের অধিকার রয়েছে। কিন্তু আমরা দেখতে পাই প্রতিবছরই দেশের বিভিন্ন স্থানে  দূর্গোৎসবের সময় সাম্প্রদায়িক হামলা করা হয়। মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়। এটা দুঃখজনক।
মোঃ মহসিন মৃধা
রাজবাড়ী প্রতিনিধি