রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ীতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অব্যাহত উন্নয়ন ও সাফল্যের উপর মতবিনিময় সভায় প্রধান অতিথি, অস্তিত্বের স্বার্থেই নির্বাচনে আসতে হবে, রাজবাড়ীতে কামরুল ইসলাম এমপি বলেন, সংবিধানের বাইরে নির্বাচনের কোন প্রশ্নই আসেনা। নির্বাচন যথাসময়ে হবে, নির্বাচন বাধাগ্রস্ত করার শক্তি কারও নাই। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। রাজবাড়ীতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন সাবেক খাদ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. কামরুল ইসলাম ।
তিনি আরও বলেন, ফ্রি ফেয়ার নির্বাচন হবে দেশে। নির্বাচনে কেউ কোন প্রভাব বিস্তার করবে না। একথা তারা মানতে চান না। তারা তত্বাবধায়ক সরকারের কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের তীক্ত অভিজ্ঞতা আমাদের আছে। দেশবাসীও জানে তত্ত্বাবধায়ক সরকারের সেই শাসন। তিন মাসের জন্য ক্ষমতায় এসে দুই বছর ছিল। যতই আন্দোলনের ভয় দেখান না কেন। নির্বাচন হবে, নির্বাচন কমিশনই নির্বাচনের আয়োজন করবে। নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কোন ব্যত্যয় হবে না।
কোন অপশক্তি যদি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়। দেশকে আবার পিছনের দিকে নিয়ে যেতে চায়। দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়। তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, গত পনের বছরে দেশের আমল পরিবর্তন হয়েছে। দেশ এখন বিদ্যুতে সয়ংসম্পূর্ণ। দেশে কোন খাদ্য ঘাটতি নেই। দেশের মানুষ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। এখন রান্না ঘরে বসে মা তার বিদেশি ছেলের সংগে কথা বলতে পারে।
আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেখ হাসিনা সরকারের অব্যাহত উন্নয়ন ও সাফল্যের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । ১৪ অক্টোবর ( শনিবার) জেলা আওয়ামী লীগ তার নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো.জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড সানজিদা খানম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আকবর আলী মর্জি, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে. এম শফিকুল মোরশেদ আরুজ, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শফিকুল হোসেন শফিক সহ সকল উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।